ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার যুবদল নেতার মৃত্যু
ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেফতার অভিযানের সময় সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার যুবদল নেতার মৃত্যু
সাইদুল নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আবদুস ছালামের ছেলে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) এশার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে নগরের গোলপুকুর পাড় এলাকায় সাইদুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে রাত একটার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম গণমাধ্যমকে জানান, সাইদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু সাইদুল ইসলাম নন, গত রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আরও পাঁচজনকে আহত অবস্থায় ভর্তি করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যান তারা।জানা যায়, গত ৫ আগস্টের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ ওঠে। এসব ঘটনায় সম্প্রতি যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার দিবাগত রাত ১০টার দিকে সাইদুল ইসলামকে গ্রেফতারে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল।
এতে আটক হয় সাইদুল। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে মারপিট করলে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। পরে রাত দেড়টার দিকে সাইদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ সাইদুলের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে বেলা তিনটার পর পরিবারের কাছে সাইদুলের লাশ হস্তান্তর করা হয়।
মৃতের স্বজনরা বলেন, সাইদুল আগে থেকে অসুস্থ ছিল। কিছুদিন আগে তিনি ভারতে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছিলেন সাইদুল ইসলাম। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।