ময়মনসিংহ উপজেলার ইউনিয়ন

আমাদের আজকের আলোচনার বিষয় ময়মনসিংহ উপজেলার ইউনিয়ন. ময়মনসিংহ-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

 

ময়মনসিংহ উপজেলার ইউনিয়ন

 

ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

ময়মনসিংহ-জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ-জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ময়মনসিংহ-জেলা ৩৩ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা, ১৪৭টি ইউনিয়ন, ২১০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ময়মনসিংহ উপজেলার ইউনিয়ন:-

ময়নসিংহ সদরসদর১১ টি
ফুলবাড়িয়াফুলবাড়িয়া১৩ টি
ত্রিশালত্রিশাল১২ টি
ভালুকাভালুকা১১টি
মুক্তাগাছামুক্তাগাছা১০টি
ধোবাউড়া৭টি
ফুলপুরফুলপুর১০টি
হালুয়াঘাট১২টি
গৌরীপুরগৌরীপুর১০টি
গফরগাঁওগফরগাঁও১৫টি
ঈশ্বরগঞ্জঈশ্বরগঞ্জ১১টি
নান্দাইলনান্দাইল১৩টি
তারাকান্দা১০টি
মোট:         ১৩টি১০টি১৪৫ টি

 

ময়মনসিংহ উপজেলার ইউনিয়ন

 

আরও পড়ুনঃ

Leave a Comment