ময়মনসিংহ শিক্ষা বোর্ড-এ এখনো হলো না নিজস্ব ভবন এর খবর দিয়ে শুরু করছি ময়মনসিংহ জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড-এ এখনো হলো না নিজস্ব ভবন | সারা সপ্তাহের খবর
ময়মনসিংহ শিক্ষা বোর্ড-এ এখনো হলো না নিজস্ব ভবন
পাঁচ বছর আগে ময়মনসিংহ শহরের খাকডহর এলাকার একটি ভাড়া বাড়িতে যাত্রা শুরু হয় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের। এরপর এখন পর্যন্ত নিজস্ব ভবন করতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার পর থেকে কোনো জনবল নিয়োগ হয়নি এ শিক্ষা বোর্ডে। তবে বোর্ডের একাধিক কর্মকর্তা বলেন, শিগগির জনবল নিয়োগ দেওয়া হবে।
ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত হওয়ার ৪ দিন পর বিএনপি নেতার মৃত্যু
ময়মনসিংহে বিএনপি নেতা আনিছুর রহমানকে (৫০) ছুরিকাঘাতের চার দিন পর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত রোববার বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় মো. লেলিন মিয়া নামের এক প্রতিবেশী আনিছুর রহমানকে ছুরিকাঘাত করেন।
থানায় আটক থাকা সময়টুকু বই পড়ে কাটানো যাবে
অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় অনেক সময় কাউকে কাউকে আসামি হয়ে থানায় যেতে হয়। থানার কয়েদখানায় বন্দী সময় যেন কাটতেই চায় না। আবার আইনি সহযোগিতা পেতে থানায় এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অনেককে। যাঁরা এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন, তাঁদের জন্য বই পড়ে সময় কাটানোর ব্যবস্থা চালু করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা।
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ওই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আতিকুর রহমান (৩২)। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার পাইথল গ্রামের হাবিব মিয়ার ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মনিরুল ইসলাম (২২) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
থানা থেকে অভিযোগ না তোলায় পুড়িয়ে হত্যার চেষ্টায় গ্রেপ্তার ২
ময়মনসিংহের হালুয়াঘাটে একজনের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এর আগে নির্যাতনের ঘটনায় থানায় দেওয়া অভিযোগ তুলে না নেওয়ায় প্রতিপক্ষ হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ হামলার শিকার ব্যক্তির পরিবারের। আহত আবুল কালাম (৩৮) উপজেলার শাকুয়াই খালপাড় গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ গ্রেপ্তার ৩
ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ তিন পাচারকারীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে নগরীর শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। ভারতীয় পণ্য পাচার হওয়ার খবরে একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই বাস থেকে ৭২০ পিস ভারতীয় শাড়ি ও ৩৮ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়।
আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, পাশে দাঁড়ালেন তাসরিফ
ময়মনসিংহের ত্রিশালে কাশেম আলী নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর ও একটি গোয়ালঘর। একইসঙ্গে পুড়ে মারা গেছে তিনটি গরু। এমন খবর জানতে পেরে অসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন তরুণ সংগীত শিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান। মানবিক ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করে ফেসবুকে লাইভ করেন তাসরিফ। সেই লাইভের ২২ ঘণ্টার মধ্যে দুই লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করেছেন তিনি। এরপর গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কাশেম আলীর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন দুটি দোচালা ঘর তৈরির সরঞ্জাম।
ব্যাংকে যাওয়ার পথে ১২ লাখ টাকা লুট
ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা লুটের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

‘জয় বাংলা বাইসাইকেল সার্ভিস’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাড়া ফেলেছে ‘জয় বাংলা বাইসাইকেল সার্ভিস’। এ সেবার অধীন নামমাত্র দুই টাকার বিনিময়ে আট ঘণ্টা সাইকেল ব্যবহারের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সেবাটি ব্যবহার করতে পারবেন। হল প্রশাসন ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ সেবা চালু করা হয়েছে।
আরও দেখুনঃ

১ thought on “ময়মনসিংহ শিক্ষা বোর্ড-এ এখনো হলো না নিজস্ব ভবন | সারা সপ্তাহের খবর”