ময়মনসিংহে নাতির ছুরিকাঘাতে নানার মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে নাতির ছুরিকাঘাতে নানার মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ঐ গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে ইসরাফিল (৪০)।

 

ময়মনসিংহে নাতির ছুরিকাঘাতে নানার মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সাথে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালের দিকে নিহত ইসরাফিল ধান ক্ষেতে চাষাবাদ করতে গেলে অভিযুক্ত আবু রায়হান ছুরি নিয়ে অতর্কিতভাবে তার পেটে তিনবার আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে অভিযুক্ত আবু রায়হানকে গ্রেফতারের পর আসল ঘটনা জানা যাবে। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment