উন্নয়নের প্রতিশ্রুতি চান নাগরিক নেতারা , ময়মনসিংহ বিভাগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটি। ২০১৫ সালে তাদের সেই দাবি পূরণ হয়। কিন্তু বিভাগ হওয়ার সাত বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহে দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার সেই উন্নয়ন দেখতে চান ময়মনসিংহের নাগরিক নেতারা।

ময়মনসিংহের নাগরিক নেতারা প্রধানমন্ত্রীর কাছে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি চান
পাঁচ বছর পর শনিবার ময়মনসিংহ সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ জনসভার আগে ময়মনসিংহের নাগরিক নেতারা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দাবি উত্থাপন করেছেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্রুত ময়মনসিংহ বিভাগীয় শহর বাস্তবায়ন করা; ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা; তিন হাজার শয্যার হাসপাতাল নির্মাণ; নগরের ভেতর থেকে রেললাইন সরানো; ব্রহ্মপুত্র নদ যথাযথভাবে খনন করা ইত্যাদি।
নাগরিক নেতাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ই ময়মনসিংহ বিভাগ, সিটি করপোরেশন, ঢাকা-ময়মনসিংহ চার লেনের মহাসড়কসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। উন্নয়ন ঘোষণা বাস্তবায়ন হলেও কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত উন্নয়ন এখনো হয়নি। কাজেই প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করতে জনসভাকে বেছে নিয়েছেন তাঁরা।

ময়মনসিংহের নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ৪ মার্চ ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৮ দফা দাবি জানান। জনউদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘আমরা সরকারের উন্নয়ন ভাবনার সঙ্গে আমাদের ভাবনা বিনিময় করতে চাই। যে কারণে প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের আগে দাবিগুলো জানিয়েছি। আমরা চাই জনসভায় তিনি ময়মনসিংহের উন্নয়নের জন্য এসব দাবি পূরণের প্রতিশ্রুতি দেবেন।’
জনউদ্যোগের দাবিগুলো হলো ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন চালু করা, নগরের ভেতর দিয়ে যাওয়া রেললাইনের ওপর উড়ালসড়ক নির্মাণ করা, ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত অফিস সময় অনুযায়ী দুটি আন্তনগর ট্রেন এবং ময়মনসিংহ থেকে সিলেট আন্তনগর ট্রেন চালু করা, বিভাগীয় শহরের উপযোগী আধুনিক শহীদ মিনার নির্মাণ করা, রেলসেতু থেকে গুমটি এলাকা পর্যন্ত শহর রক্ষা বাঁধ এবং ব্রহ্মপুত্র পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন করা, পুরাতন জজকোর্ট এলাকায় নতুন একটি বহুতল ভবন নির্মাণ করা, ময়মনসিংহ সদরে একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় করা।

১ thought on “নাগরিক নেতারা প্রধানমন্ত্রীর কাছে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি চান”