ময়মনসিংহ-জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ-জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ময়মনসিংহ-জেলা ৩৩ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা, ১৪৭টি ইউনিয়ন, ২১০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
ময়মনসিংহ জেলার আবাসন:-
হোটেল ও আবাসন
ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে পঞ্চাশের অধিক সরকারী/বেসরকারী পর্যায়ে পরিচালিত হোটেল, রেষ্ট হাউজ, গেষ্ট হাউজ, ডাক বাংলো রয়েছে। নীচের টেবিলে উল্লেখযোগ্য কয়েকটির নামের তালিকা দেয়া হলো, তবে পাশের লিঙ্কে ক্লিক করলে জেলার সকল সরকারী/বেসরকারী হোটেল, রেষ্ট হাউজ, গেষ্ট হাউজ, ডাক বাংলোর ভাড়ার হার, যোগাযোগ তথ্য ইত্যাদিসহ পূর্ণ তালিকা পাওয়া যাবে।
সরকারীরেষ্ট হাউজ/ডাকবাংলো
ক্রম
নাম ও ঠিকানা
পরিচালনাকারী
০১
সার্কিট হাউস, ময়মনসিংহ
জেলা প্রশাসক, ময়মনসিংহ
০২
জেলা পরিষদ ডাকবাংলো ১৩টি, সদর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুর (২টি), গৌরিপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত।
জেলা পরিষদ, ময়মনসিংহ
০৩
নজরুল ভিআইপি ডাকবাংলো, ত্রিশাল, ময়মনসিংহ
জেলা পরিষদ, ময়মনসিংহ
০৪
খাগডহর পরিদর্শন বাংলো, সদর, ময়মনসিংহ
ময়মনসিংহ সড়ক বিভাগ
০৫
ভালুকা পরিদর্শন বাংলো, ভালুকা, ময়মনসিংহ
ময়মনসিংহ সড়ক বিভাগ
০৬
তিতাস গ্যাস টিএন্ডডিকোং লিঃ এর রেষ্ট হাউজ, ময়মনসিংহসদর, ময়মনসিংহ
তিতাস গ্যাস টিএন্ডটি কোং লিঃ হেড অফিস, ময়মনসিংহ
০৭
বিনা গেষ্ট হাউজ এন্ড ডরমিটরী, সদর, ময়মনসিংহ
বিনা হেড অফিস, ময়মনসিংহ
০৮
জিটিআই ডরমিটরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।ফোনঃ০১৭১৫-৬২৬৮৭২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বেসরকারীহোটেল/গেষ্ট হাউজ
ক্রম
হোটেলের নাম
হোটেলের অবস্থান ও যোগাযোগ
১
হোটেল আমিরইন্টারন্যাশনাল
৪৬, ৪৬/এ ষ্টেশন রোড, ময়মনসিংহ
ফোনঃ ০৯১-৫১৫০০, ০৯১-৬৩৩৭৬
০১৭১১১৬৭৯৪৮
ই-মেইলঃhotelamir_2000@yahoo.com এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
ওয়েব সাইটঃwww.hotelamirbd.com
২
হোটেল মোস্তাফিজইন্টারন্যাশনাল
৬/বি গঙ্গাদাস গুহরোড, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, ময়মনসিংহ।