ময়মনসিংহ জেলার আবাসন

আমাদের আজকের আলোচনার বিষয় ময়মনসিংহ জেলার আবাসন. ময়মনসিংহ-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

ময়মনসিংহ-জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ-জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ময়মনসিংহ-জেলা ৩৩ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা, ১৪৭টি ইউনিয়ন, ২১০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

 

ময়মনসিংহ জেলার আবাসন

 

ময়মনসিংহ জেলার আবাসন:-

হোটেল ও আবাসন
 

ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে পঞ্চাশের অধিক সরকারী/বেসরকারী পর্যায়ে পরিচালিত হোটেল, রেষ্ট হাউজ, গেষ্ট হাউজ, ডাক বাংলো রয়েছে। নীচের টেবিলে উল্লেখযোগ্য কয়েকটির নামের তালিকা দেয়া হলো, তবে পাশের লিঙ্কে ক্লিক করলে জেলার সকল সরকারী/বেসরকারী হোটেল, রেষ্ট হাউজ, গেষ্ট হাউজ, ডাক বাংলোর ভাড়ার হার, যোগাযোগ তথ্য ইত্যাদিসহ পূর্ণ তালিকা পাওয়া যাবে।

 

সরকারীরেষ্ট হাউজ/ডাকবাংলো

ক্রমনাম ও ঠিকানাপরিচালনাকারী
০১সার্কিট হাউস, ময়মনসিংহজেলা প্রশাসক, ময়মনসিংহ
০২জেলা পরিষদ ডাকবাংলো ১৩টি, সদর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুর (২টি), গৌরিপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত।জেলা পরিষদ, ময়মনসিংহ
০৩নজরুল ভিআইপি ডাকবাংলো, ত্রিশাল, ময়মনসিংহজেলা পরিষদ, ময়মনসিংহ
০৪খাগডহর পরিদর্শন বাংলো, সদর, ময়মনসিংহময়মনসিংহ সড়ক বিভাগ
০৫ভালুকা পরিদর্শন বাংলো, ভালুকা, ময়মনসিংহময়মনসিংহ সড়ক বিভাগ
০৬তিতাস গ্যাস টিএন্ডডিকোং লিঃ এর রেষ্ট হাউজ, ময়মনসিংহসদর, ময়মনসিংহতিতাস গ্যাস টিএন্ডটি কোং লিঃ হেড অফিস, ময়মনসিংহ
০৭বিনা গেষ্ট হাউজ এন্ড ডরমিটরী, সদর, ময়মনসিংহবিনা হেড অফিস, ময়মনসিংহ
০৮জিটিআই ডরমিটরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।ফোনঃ০১৭১৫-৬২৬৮৭২বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

 

বেসরকারীহোটেল/গেষ্ট হাউজ

ক্রমহোটেলের নামহোটেলের অবস্থান ও যোগাযোগ
হোটেল আমিরইন্টারন্যাশনাল৪৬, ৪৬/এ ষ্টেশন রোড, ময়মনসিংহ

ফোনঃ ০৯১-৫১৫০০, ০৯১-৬৩৩৭৬

০১৭১১১৬৭৯৪৮

ই-মেইলঃhotelamir_2000@yahoo.com এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।

ওয়েব সাইটঃwww.hotelamirbd.com

হোটেল মোস্তাফিজইন্টারন্যাশনাল৬/বি গঙ্গাদাস গুহরোড, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬৩৮৭০, ০৯১-৬৩৮৭১

হোটেল হেরা ট্রেড সেন্টার৩৬/বি টাঙ্কপট্টি, ময়মনসিংহ।

ফোনঃ০১৫৫২৪৭০৭০০

হোটেল খাঁনইন্টারন্যাশনাল৩৩/এ মহারাজা রোড, ময়মনসিংহ।

ফোনঃ০৯১-৬৫৯৯৫, ০১৭১৫-২৮১৬৭৮

নিরালা রেষ্ট হাউজ৬৭ ছোট বাজার, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৫৪২৮৫

ঈশা খাঁ হোটেলগাঙ্গিনারপাড়, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭২১-১৪৪৯৭৬

হোটেল উত্তরাগাঙ্গিনারপাড়, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬৪১৮৫, ০১৭১১-৫৭৭৭০৭

রিভার প্যালেস৩৩৮ তালতলা ডোলাদিয়া, খাগডহর, ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬৬১৫০, ০৯১-৬৬১৫১, ০১৭১০৮৫৭০৫৪,

তাজমহলষ্টেশন রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১৭১৭১৩৩৪

১০হোটেল বনানী আবাসিক২৭/এ ছোট বাজার, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭২৭-৮০৮৬৪৫, ০১৯১২-৭৫৭৩৯১

১১হোটেল হিলটন আবাসিক৩১৯ চরপাড়া, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১০৩৬৮৫০৯

১২আল-হেলাল গেষ্ট হাউজআবাসিকনতুন বাজার, ময়মনসিংহ।
১৩হোটেল নাইট ষ্টারআবাসিক১৩/এ পুরোহিত পাড়া, ময়মনসিংহ।

ফোনঃ০১৭১১৯৩১৮৩৫,

০১১৯১৩৩০১৭২

১৪হোটেল অবকাশ আবাসিকএবি গুহ রোড, ময়মনসিংহ।

ফোনঃ ৫৩৮৫৯

১৫নিউ জাহাঙ্গীর গেষ্টহাউজ আবাসিক৬২ রামবাবু রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১১৯০২৭৬০২৭

১৬ঝর্ণা রেষ্ট হাউজআবাসিক১৪ যাদব লাহিড়ী রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৫৫৮৩০১৯৪৮

১৭মদিনা গেষ্ট হাউজ আবাসিক১২ মহারাজা রোড, ময়মনসিংহ।
১৮মালেক গেষ্ট হাউজআবাসিক১৭ জেসি গুহ রোড, ময়মনসিংহ।
১৯তরুন বোর্ডিং২৭ দূর্গাবাড়ী রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭২৪৯০২৪৯৫

২০নাজমা বোর্ডিং আবাসিক২৪ এবি গুহ রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১২৫৭৯৮৬১

২১দি মোমেনশাহী বোর্ডিংআবাসিক১৯৮/এ কালীবাড়ী রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১১৪৭৯৮৯০

২২হোটেল প্রবাসী নিবাস৬ দূর্গাবাড়ী রোড, ময়মনসিংহ।
২৩উজালা রেষ্ট হাউজ১৭ হেজবুল্লাহ রোড, ময়মনসিংহ।

ফোনঃ ৫২৩৫৫, ০১১৯০৭৯৫৫১৯

২৪হোটেল শরীফ আবাসিক১/এ জেসি গুহ রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭২৪৭৫৪৯৮৪

২৫প্রিন্স রেষ্ট হাউজআবাসিক২১ হেজবুল্লাহ রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১১৯০৯৯৯৩

২৬হোটেল প্রগতি আবাসিকজেসি গুহ রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১৯৬৪৬৮৭০

২৭আজগর রেষ্ট হা্উজ

আবাসিক

৬২ রামবাবু রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১১১৪২০৬৩

২৮মমতা রেষ্ট হাউজ৫০ ছোট বাজার, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭২৫৭০৩৩২১

২৯নিদমহল রেষ্ট হাউজ৮ দূর্গাবাড়ী রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭৩৫২১৪৪৭০

৩০নিরাপদ হোটেল আবাসিকষ্টেশন রোড, গফরগাঁও, ময়মনসিংহ।
৩১হোটেল মারুফ ইন্টাঃআবাসিকমধ্য বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ।
৩২জামিল গেষ্ট হাউজখয়রাকুড়ী, হালুয়াঘাট, ময়মনসিংহ।
৩৩ভিআইপি গেষ্ট হাউজভালুকা থানা মোড়, ময়মনসিংহ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

                                      শেরপুর জেলা
ক্রমিক নংহোটেলের নামটেলিফোন নম্বর
হোটেল সম্পদ প্লাজা (আবাসিক), শেরপুর০৯৩১-৬১৭৭৬
কাকলী গেস্ট হাউজ (আবাসিক), শেরপুর০৯৩১-৬১২০৬
বর্ণালী গেস্ট হাউজ (আবাসিক), শেরপুর০৯৩১-৬১৫৭৫
আরাফাত গেস্ট হাউজ (আবাসিক), শেরপুর০৯৩১-৬১২১৭
শাহী খানা খাজানা, শেরপুর০৯৩১-৬১৬৪৭
হোটেল শাহজাহান, শেরপুর০১৯১১৪১১৭৭১

  

ময়মনসিংহ জেলার আবাসন

 

নেত্রকোণা জেলা

ক্রমিকনামপরিচালনাকারী/মালিকের নামহোটেল/মোটেল/রেস্তোরাঁ/রেস্ট হাউজ/গেস্ট হাউজ/ডাকবাংলো ইত্যাদির ঠিকানামোবাইল নং
হোটেল ও আবাসনের ধরণঃ সরকারী
সার্কিট হাউসজেলা প্রশাসন, নেত্রকোণাসার্কিট হাউজ, জয়নগর, নেত্রকোণা০১৭১৬২৮৪৯৮২
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী রেস্ট হাউজপরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীবিরিশিরি, দূর্গাপুর০১৭১১২৩৪৪৭৩
জেলা পরিষদ ডাক বাংলোআবুল হোসেনদুর্গাপুর,নেত্রকোণা০১৭২৫৫৭১৭৯৫
জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেণ্টারএস.এম. রফিকুল ইসলামদুর্গাপুর,নেত্রকোণা০১৭১২৪৬৩৪৪৯
পৌরসভা গেষ্ট হাউসপৌর মেয়রপৌরভবন কেন্দুয়া, নেত্রকোণা০১৭১৮৭৮০৭৬০
দূর্গাপুর ডাক বাংলো, দূর্গাপুর।উপজেলা নির্বাহী অফিসার, দূর্গাপুর।দূর্গাপুর, নেত্রকোণা০৯৫২৫৫৬০১৫
সার্কিট হাউজ নেত্রকোণাজেলা প্রশাসন, নেত্রকোণাকোর্ট রোড, নেত্রকোণা সদর উপজেলা, নেত্রকোণা।০১৭১৬২৮৪৯৮২
এলজিইডি রেস্ট হাউজনির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নেত্রকোণানেত্রকোণা সদর উপজেলা, নেত্রকোণা০৯৫১-৬১৫৪৭
পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ, নেত্রকোণানির্বাহী প্রকৌশলীনেত্রকোণা সদর, নেত্রকোণা।০৯৫১-৬১৪৬৪
হোটেল ও আবাসনের ধরণঃ বেসরকারী
ওয়াই.ডব্লিউ.সি.এ রেস্ট হা্‌উজমিসেস রুদিয়া সাংমা রুমাবিরিশিরি, দূর্গাপুর০১৭১১০২৭৯০১
ওয়াই এম সি এ রেস্ট হাউজবিপ্লব রা্ংসাবিরিশিরি, দূর্গাপুর০১৭৪৩৩০৬২৩০
স্বর্ণা গেষ্ট হাউজমিসেস বিনীতা দাওয়াবিরিশিরি, দূর্গাপুর০১৭১২২৮৪৬৯৮
সূসং আবাসিক হোটেলমোঃ আবদুল গনিদুর্গাপুর,নেত্রকোণা০১৯১৪৭৯১২৫৪
হোটেল মদিনাসরোয়ার্দি সুরুজদুর্গাপুর,নেত্রকোণা০১৯২৪১৮১৪৫৫
হোটেল পুস্পটোটন ঘোষদুর্গাপুর,নেত্রকোণা০১৮১৮৬৪৬৭৯৩
হোটেল নিরালাবিপ্লব মজুমদারদুর্গাপুর,নেত্রকোণা০১৭১২৭৮৬৭৯৮
আংগুর মিয়া খান হোটেলআংগুর মিয়ামাঘান বাজার ,মোহনগঞ্জ,নেত্রকোনা ।০১৭৪৪৯২৯৫৪১
মোহাম্মদ আলী হোটেলমোহাম্মদ আলী (আবুনি)গ্রাম-মাঘান,পোঃ-মাঘান,উপজেলা-মোহনগঞ্জ,জেলা-নেত্রকোনা।০১৭৫৪৬২৫৬৮৯
১০ব্র্যাক অফিস গেষ্ট হাউসমোঃ আজহারুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানাজার, কেন্দুয়াকেন্দুয়া, নেত্রকোণা০১৭৩০৩৪৬৯০৭
১১পল্লী বিদ্যূৎ সমিতি, রেস্ট হাউজ, নেত্রকোণাজেনারেল ম্যানেজারনেত্রকোণা সদর, নেত্রকোণা।০৯৫১-৬১৩৫৩

 

Leave a Comment