আমাদের আজকের আলোচনার বিষয় ময়মনসিংহ জেলার ইউনিয়ন. ময়মনসিংহ-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
ময়মনসিংহ-জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ-জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ময়মনসিংহ-জেলা ৩৩ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা, ১৪৭টি ইউনিয়ন, ২১০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

ময়মনসিংহ জেলার ইউনিয়ন:-
উপজেলার নাম | ইউনিয়ন পরিষদের নাম |
| ময়মনসিংহ সদর | অষ্টধার, বোররচর, দাপুনিয়া, খাগডহর, চরনিলক্ষিয়া, কুষ্টিয়া, পরানগঞ্জ, সিরতা, চরঈশ্বরদিয়া, ঘাগড়া, ভাবখালী, |
| ফুলবাড়িয়া | দেওখোলা, নাওগাঁও, পুটিজানা, কুশমাইল, ফুলবাড়ীয়া, বাক্তা, রাঙ্গামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই, আছিমপাটুলী, ভবানীপুর, বালিয়ান |
| ত্রিশাল | ধানীখোলা, বৈলর, কাঁঠাল, কানিহারী, ত্রিশাল, হরিরামপুর, সাখুয়া, বালিপাড়া, মোক্ষপুর, মঠবাড়ী,আমিরাবাড়ী, রামপুর |
| ভালুকা | উথুরা, মেদুয়ারী, ভরাডোবা, ধীতপুর, ডাকাতিয়া, বিরুনিয়া, ভালুকা, মল্লিকবাড়ী, কাচিনা, হবিরবাড়ী, রাজৈ |
| মুক্তাগাছা | দুল্লা, বড়গ্রাম, তারাটি, কুমারগাতা, বাশাটি, মানকোন, ঘোগা, দাওগাঁও, কাশিমপুর, খেরুয়াজানী |
| ধোবাউড়া | দক্ষিণ, গামারীতলা, ধোবাউড়া, পোড়াকান্দুলিয়া, গোয়াতলা, ঘোষগাঁও, বাঘবেড় |
| ফুলপুর | রামভদ্রপুর, ছনধরা, ভাইটকান্দি, সিংহেশ্বর, ফুলপুর, বওলা, পয়ারী, বালিয়া, রহিমগঞ্জ, রূপসী, |
| হালুয়াঘাট | ভূবনকুড়া, জুগলী, কৈচাপুর, হালুয়াঘাট, গাজিরভিটা, বিলডোরা, শাকুয়াই, নড়াইল, ধারা, ধুরাইল,আমতৈল, স্বদেশী |
| গৌরীপুর | সহনাটি, অচিন্তপুর, মইলাকান্দা, বোকাইনগর, গৌরীপুর, মাওহা, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারী, সিধলা |
| গফরগাঁও | রসুলপুর, বারবারিয়া, চরআলগী, সালটিয়া, রাওনা, লংগাইর, পাইথল, গফরগাঁও, যশরা, মশাখালী, পাঁচবাগ, উস্থি, দত্তেরবাজার, নিগুয়ারী, টাংগাব |
| ঈশ্বরগঞ্জ | ঈশ্বরগঞ্জ, সরিষা, সোহাগী, আঠারবাড়ী, রাজিবপুর, মাইজবাগ, মগটুলা, জাটিয়া, উচাখিলা, তারুন্দিয়া, বড়হিত |
| নান্দাইল | চরবৈতাগৈর,বীরবৈতাগের, নান্দাইল, চন্ডীপাশা, গাংগাইল, রাজগাতী, মোয়াজ্জেমপুর, শেরপুর, সিংরইল, মুশুল্লী, আচারগাঁও, খারুয়া, জাহাঙ্গীরপুর |
| তারাকান্দা | বানিহালা, বিস্কা, বালিখা, কাকনী, ঢাকুয়া, তারাকান্দা, গালাগাঁও, কামারগাও, কামারিয়া, রামপুর |

আরও পড়ুনঃ

১ thought on “ময়মনসিংহ জেলার ইউনিয়ন”