ময়মনসিংহ জেলার ইউনিয়ন

আমাদের আজকের আলোচনার বিষয় ময়মনসিংহ জেলার ইউনিয়ন. ময়মনসিংহ-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

 

ময়মনসিংহ জেলার ইউনিয়ন

 

ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

ময়মনসিংহ-জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ-জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ময়মনসিংহ-জেলা ৩৩ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা, ১৪৭টি ইউনিয়ন, ২১০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ময়মনসিংহ জেলার ইউনিয়ন:-

উপজেলার নাম

ইউনিয়ন পরিষদের নাম

ময়মনসিংহ সদরঅষ্টধার, বোররচর, দাপুনিয়া, খাগডহর, চরনিলক্ষিয়া, কুষ্টিয়া, পরানগঞ্জ, সিরতা, চরঈশ্বরদিয়া, ঘাগড়া, ভাবখালী,
ফুলবাড়িয়াদেওখোলা, নাওগাঁও, পুটিজানা, কুশমাইল, ফুলবাড়ীয়া, বাক্তা, রাঙ্গামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই,

আছিমপাটুলী, ভবানীপুর, বালিয়ান

ত্রিশালধানীখোলা, বৈলর, কাঁঠাল, কানিহারী, ত্রিশাল, হরিরামপুর, সাখুয়া, বালিপাড়া, মোক্ষপুর, মঠবাড়ী,আমিরাবাড়ী,

রামপুর

ভালুকাউথুরা, মেদুয়ারী, ভরাডোবা, ধীতপুর, ডাকাতিয়া, বিরুনিয়া, ভালুকা, মল্লিকবাড়ী, কাচিনা, হবিরবাড়ী, রাজৈ
মুক্তাগাছাদুল্লা, বড়গ্রাম, তারাটি, কুমারগাতা, বাশাটি, মানকোন, ঘোগা, দাওগাঁও, কাশিমপুর, খেরুয়াজানী
ধোবাউড়াদক্ষিণ, গামারীতলা, ধোবাউড়া, পোড়াকান্দুলিয়া, গোয়াতলা, ঘোষগাঁও, বাঘবেড়
ফুলপুররামভদ্রপুর, ছনধরা, ভাইটকান্দি, সিংহেশ্বর, ফুলপুর, বওলা, পয়ারী, বালিয়া, রহিমগঞ্জ, রূপসী,
হালুয়াঘাটভূবনকুড়া, জুগলী, কৈচাপুর, হালুয়াঘাট, গাজিরভিটা, বিলডোরা, শাকুয়াই, নড়াইল, ধারা, ধুরাইল,আমতৈল, স্বদেশী
গৌরীপুরসহনাটি, অচিন্তপুর, মইলাকান্দা, বোকাইনগর, গৌরীপুর, মাওহা, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারী, সিধলা
গফরগাঁওরসুলপুর, বারবারিয়া, চরআলগী, সালটিয়া, রাওনা, লংগাইর, পাইথল, গফরগাঁও, যশরা, মশাখালী, পাঁচবাগ, উস্থি,

দত্তেরবাজার, নিগুয়ারী, টাংগাব

ঈশ্বরগঞ্জঈশ্বরগঞ্জ, সরিষা, সোহাগী, আঠারবাড়ী, রাজিবপুর, মাইজবাগ, মগটুলা, জাটিয়া, উচাখিলা, তারুন্দিয়া, বড়হিত
নান্দাইলচরবৈতাগৈর,বীরবৈতাগের, নান্দাইল, চন্ডীপাশা, গাংগাইল, রাজগাতী, মোয়াজ্জেমপুর, শেরপুর, সিংরইল, মুশুল্লী, আচারগাঁও, খারুয়া, জাহাঙ্গীরপুর
তারাকান্দাবানিহালা, বিস্কা, বালিখা, কাকনী, ঢাকুয়া, তারাকান্দা, গালাগাঁও, কামারগাও, কামারিয়া, রামপুর

 

ময়মনসিংহ জেলার ইউনিয়ন

 

আরও পড়ুনঃ

১ thought on “ময়মনসিংহ জেলার ইউনিয়ন”

Leave a Comment