যাবজ্জীবন পাওয়া পলাতক আসামি গ্রেফতার | সারা সপ্তাহের খবর

যাবজ্জীবন পাওয়া পলাতক আসামি গ্রেফতারের খবর দিয়ে শুরু করছি ময়মনসিংহ জেলা নিউজ আপডেট । আমরা  সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

জেলা ভিত্তিক নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

যাবজ্জীবন পাওয়া পলাতক আসামি গ্রেফতার | সারা সপ্তাহের খবর

 

যাবজ্জীবন পাওয়া পলাতক আসামি গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. ফখরুজ্জামান (৬৬)।

তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার কলেজ রোড এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান থেকে তাকে গ্রেফতার করে।

ময়মনসিংহে এনআইডি দিয়ে ট্রেনের টিকিট কিনতে কারও কাছে সহজ, কারও কাছে মনে হচ্ছে জটিল 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধনের মাধ্যমে আজ বুধবার থেকে ট্রেনের টিকিট কাটা শুরু হয়েছে। নতুন এ পদ্ধতি চালুর পর ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। নতুন পদ্ধতিটি কারও কাছে বেশ সহজ মনে হচ্ছে; আবার কারও জন্য পদ্ধতিটি খুব জটিল হয়ে পড়েছে।

আজ বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ময়মনসিংহ রেলস্টেশনে অবস্থান করে দেখা যায়, আন্তনগর টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে যাত্রীরা নিজেদের মুঠোফোনে ব্যস্ত। তাঁরা সবাই এনআইডির মাধ্যমে নিবন্ধন করছেন। এর মধ্যে অনেকেই টিকিট কাটার পদ্ধতি বুঝতে না পেরে অন্যের সহযোগিতা নিচ্ছেন। কেউ কেউ টিকিট কাউন্টারে গিয়ে সহযোগিতা চাইছেন।

জরাজীর্ণ ভবনে চলে কার্যক্রম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মকবুল আহমেদ থাকেন বিশ্ববিদ্যালয় এলাকায়। গতকাল সোমবার সকালে অসহনীয় যানজট উপেক্ষা করে ডায়াবেটিসের নিয়মিত চেকআপ আর চিকিৎসা নিতে এসেছিলেন ময়মনসিংহ নগরের হরিকিশোর রায় সড়কে অবস্থিত ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির চিকিৎসা কেন্দ্রে। ফেরার সময় তিনি জানান, চিকিৎসাসেবায় তিনি সন্তুষ্ট হলেও ভবনটির জরাজীর্ণ দশায় তিনি হতাশ। 

মকবুল হোসেনের মতো আরও অনেক রোগীই ভবনটির জরাজীর্ণ দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আজ মঙ্গলবার জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। দিবসটি সামনে রেখে গতকাল সোমবার ডায়াবেটিক সমিতির চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা এ কেন্দ্রের নানা সংকটের কথা জানান।

বাকৃবির ছাত্রী হলে সিট সংকট চরমে, ভোগান্তিতে ছাত্রীরা

বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলগুলোতে আবাসন সংকট চরমে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেক মেয়ে শিক্ষার্থী হলেও তাদের হলের সংখ্যা ছেলেদের তুলনায় কম। ছেলেদের জন্য ৯টি হল বরাদ্দ থাকলেও মেয়েদের জন্য রয়েছে মাত্র ছয়টি হল। আবাসন সংকটের কারণে মেয়েরা স্বাভাবিক পড়াশোনোর পরিবেশ পাচ্ছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ময়মনসিংহে ধানখেত থেকে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহ সদর উপজেলায় একটি ধানখেত থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোষ্টা পশ্চিমপাড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। নিহত ওই নারীর নাম মৌসুমী আক্তার (২৫)। তাঁর স্বামী সুজন হাসান নারায়ণগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে চাকরি করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে গোষ্টা পশ্চিমপাড়া গ্রামের একটি ধানখেতে মৌসুমী আক্তারের লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঈশ্বরগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত ওই ছেলেকে একটি কুড়ালসহ আটক করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম আকলিমা বেগম (৫৫)। তিনি ওই মহল্লার আবদুর রাশিদের স্ত্রী।

ঘটনার পর কুড়াল হাতে করে রেললাইন ধরে পালাচ্ছিলেন অভিযুক্ত রকিবুল ইসলাম। খবর পেয়ে পুলিশ তাঁকে ভোর চারটার দিকে আটক করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

বগি রেখে চলে গেলো ট্রেনের ইঞ্জিন

ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের হুক ছিঁড়ে বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁওয়ের মশাখালী ও কাওরাইদ স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে।

 

 

‘মাদকের টাকার জন্য বাবাকে লাঞ্ছিত করায় পুলিশ সদস্য ছোট ভাইকে হত্যা’

ময়মনসিংহে মাদকের টাকার জন্য বাবাকে লাঞ্ছিত করায় ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্য সাদ্দাম হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে বড় ভাই হাবিবুল করীম ও তাঁর দুই সহযোগী। হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।

পুলিশ সদস্যের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক চারটায় নিহত সাদ্দামের বড় ভাই হাবিবুল করীম ও তাঁর সহযোগী আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুই আসামি হত্যার কথা স্বীকার করেছেন।

আরও দেখুনঃ

১ thought on “যাবজ্জীবন পাওয়া পলাতক আসামি গ্রেফতার | সারা সপ্তাহের খবর”

Leave a Comment