পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার ময়মনসিংহে ধানখেত থেকে স্বামী গ্রেপ্তার

স্ত্রীর লাশ উদ্ধার ময়মনসিংহে ধানখেত থেকে স্বামী গ্রেপ্তার ,ময়মনসিংহ সদর উপজেলায় ধানখেত থেকে এক পুলিশ সদস্যের স্ত্রী মৌসুমী আক্তারের (২৫) লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত তাঁর স্বামী সুজন হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা-পুলিশ। নিহত মৌসুমীর বোনের দাবি, পারিবারিক কলহের জেরে মৌসুমীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি হত্যা মামলাও করেছেন।

গ্রেপ্তার সুজন হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের বাসিন্দা। কনস্টেবল পদে সুজন নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত।

 পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার ময়মনসিংহে ধানখেত থেকে স্বামী গ্রেপ্তার

 

পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার ময়মনসিংহে ধানখেত থেকে স্বামী গ্রেপ্তার

স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে মৌসুমীকে বিয়ে করেন সুজন। কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। ২০১৯ সালে সুজনকে আসামি করে আদালতে যৌতুকের মামলা করেন মৌসুমী। এর পর থেকে মৌসুমী বাবার বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার রাতে মৌসুমীর বাবার বাড়ির সামনে থেকে তাঁকে ফোন করে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোষ্টা পশ্চিমপাড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল বলেন, পারিবারিক কলহের কারণে সুজন হাসান তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে হত্যা করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টি জানার পর সুজনকে গ্রেপ্তার করা হয়।

 পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার ময়মনসিংহে ধানখেত থেকে স্বামী গ্রেপ্তার

 

Leave a Comment