স্বামী হত্যায় স্ত্রী পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

স্বামী হত্যায় স্ত্রী পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন,ময়মনসিংহে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়।মঙ্গলবার (১৬ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন।

 

স্বামী হত্যায় স্ত্রী পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

 

স্বামী হত্যায় স্ত্রী পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জোসনা বেগম এবং তার পরকীয়া প্রেমিক একই ইউনিয়নের শহীদুল ইসলাম।আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শেখ আবুল হাসেম জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জোসনা বেগমের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। অপর আসামি শহিদুল পলাতক।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সিরাজুল ইসলাম ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি ২০০৭ সালে জোসনা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে সন্তান হয়। এরপর জোসনা একই এলাকার শহীদুলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে সিরাজুল ও জোসনার মধ্যে বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে আসামি শহিদুল জোসনার পক্ষ নিয়ে সিরাজুল ইসলামকে হত্যার হুমকি দেন।

 

স্বামী হত্যায় স্ত্রী পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

 

২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বাড়ির পাশের কাঁঠাল গাছে সিরাজুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সিরাজুলের প্রথম পক্ষের ছেলে বাদী হয়ে একই বছরের ১৮ ফেব্রুয়ারি জোসনা ও শহীদুলকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন সাজা দেন।

আরও পড়ুন:

Leave a Comment