ময়মনসিংহ সদরে ৭ ইট ভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ময়মনসিংহে ৭ ইট ভাটায় অভিযান ৪২ লাখ টাকা জরিমানা
জরিমানা পাশাপাশি তিনটি ইটভাটার কিলন আংশিক ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত উজান ঘাগড়া এলাকার মেসার্স থ্রি এস ব্রিকস, মেসার্স রতন ব্রিকস-৪, মেসার্স সিয়াম ব্রিকস, ঘাগড়া গ্রামের মেসার্স এশিয়া ব্রিকস, মেসার্স তাজ ব্রিকস, মেসার্স মান্নান ব্রিকস, চুরখাই উইনারপাড় এলাকার মেসার্স এ এ বি ব্রিকস নামের ইট ভাটায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযানে সাতটি ভাটাকে ৪২ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক মো. মেজ-বাবুল আলম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানে অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ