আ.লীগের শান্তি সমাবেশ ময়মনসিংহে বিএনপি পদযাত্রা করেনি

আ.লীগের শান্তি সমাবেশ ময়মনসিংহে , বিএনপির কেন্দ্রঘোষিত আজকের পদযাত্রা কর্মসূচি হয়নি ময়মনসিংহে। শনিবার সারা দেশের সব মহানগরে থানা পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু ময়মনসিংহ মহানগর বিএনপিতে থানা কমিটি না থাকায় আজকের কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। তবে নগরে শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আ.লীগের শান্তি সমাবেশ ময়মনসিংহে বিএনপি পদযাত্রা করেনি

 

আ.লীগের শান্তি সমাবেশ ময়মনসিংহে বিএনপি পদযাত্রা করেনি

মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রথম আলোকে বলেন, ‘ময়মনসিংহ নতুন মহানগর। এখানে বিএনপির মহানগর কমিটি হলেও এখনো থানা কমিটি নেই। যে কারণে বিএনপির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সঙ্গে কথা বলে, তাঁদের পরামর্শে ময়মনসিংহে আজ পদযাত্রা অনুষ্ঠিত হয়নি।’

এদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াত চক্রের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। শনিবার বেলা ১১টায় নগরের ভাষাসৈনিক এম শামসুল হক মঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আবার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এ ছাড়া বিএনপির সন্ত্রাস প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

মহানগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম ফেরদৌস, সাবেক সহসভাপতি আবদুর রহমান আল হোসাইন তাজ, সাবেক সহসভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর প্রমুখ।

আ.লীগের শান্তি সমাবেশ ময়মনসিংহে বিএনপি পদযাত্রা করেনি

Leave a Comment