চেয়ারম্যানকে ছুরিকাঘাত ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সভায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ছুরিকাঘাতে ময়মনসিংহের গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে এ ঘটনা ঘটে। বক্তব্য দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সভায়
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে দুইটার দিকে চেয়ারম্যান হযরত আলীর পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আহত চেয়ারম্যান হযরত আলীকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে হযরত আলী বলেন, ‘যারা আমাকে ছুরিকাঘাত করেছে, তাদের চিনতে না পারলেও আমি একজনকে সন্দেহ করেছি। বিষয়টি আমি পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জানিয়েছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা হচ্ছিল। সভায় গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলুফার আনজুমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল হয়। হট্টগোলের একপর্যায়ে দুবৃর্ত্তরা হযরত আলীকে ছুরিকাঘাত করে।
বিষয়টি সম্পর্কে জানতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলুফার আনজুমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, ‘আমি সভায় উপস্থিত ছিলাম না। তবে ঘটনা জেনেছি। যে স্থানে সভাটি হয়েছে, সেখানে কিছু পুরোনো লোহার পাতের চেয়ার ছিল। সেসব চেয়ারগুলো ঝুঁকিপূর্ণভাবে ভাঙা। ওই সব চেয়ারের কারণে ভিড়ের মধ্যে হযরত আলী আহত হতে পারেন বলে মনে হচ্ছে।’

আরোও পড়ুনঃ
