ওরস দেখে বাড়ি ফেরা হলো না দুজনের নেত্রকোনায়

ওরস দেখে  বাড়ি ফেরা হলো না ,নেত্রকোনার মদনে ওরস দেখে বাড়ি ফেরার পথে সড়ক -দুর্ঘটনায় দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন খালিয়াজুরি উপজেলার জগন্নাথপুর গ্রামের আদম আলী (৩২) ও একই গ্রামের রাসেল মিয়া (২১)। আহত দুজন হলেন একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া।

 

ওরস দেখে বাড়ি ফেরা হলো না দুজনের নেত্রকোনায়

 

ওরস দেখে বাড়ি ফেরা হলো না দুজনের নেত্রকোনায়

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার মদন পৌর শহরে বুড়াপীরের বাৎসরিক ওরস মাহফিল শুরু হয়।  বুধবার ওরসের দ্বিতীয় রাতে খালিয়াজুরির জগন্নাথপুর গ্রামের কয়েকজন কৃষিশ্রমিক ওরসে যান। রাতভর সেখানে থেকে আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে বাড়ির উদ্দেশে রওনা

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

করেন। পথে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রীর সুজন বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া মারা যান। ঘটনার পর থেকে গাড়িচালক পলাতক।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।’

 

ওরস দেখে বাড়ি ফেরা হলো না দুজনের নেত্রকোনায়

 

Leave a Comment