অপরিকল্পিত খননের কারণে ব্রহ্মপুত্র নদ নাব্যতা সংকটে ভুগছে,২ হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অধীনে ২০১৯ সালে ব্রহ্মপুত্র- নদের খননকাজ শুরু হয়। প্রায় চার বছর ধরে খনন চলে এলেও এখনো সুফল পাওয়া যাচ্ছে না। বরং অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন ব্রহ্মপুত্র বেশি নাব্যতা সংকটে
ভুগছে। অপরিকল্পিত খননের কারণেই মূলত এ অবস্থার সৃষ্টি হয়েছে।শনিবার ময়মনসিংহ শহরের আশপাশে ব্রহ্মপুত্র -নদের বিভিন্ন পয়েন্টে গণমাধ্যমকর্মীদের নিয়ে যায় নাগরিক সংগঠন জন–উদ্যোগ। সেখানে এসব কথা বলেন সংগঠনটির সদস্যরা।ব্রহ্মপুত্র- নদ খননের ২ হাজার ৭৬৫ কোটি টাকার সঠিক ব্যবহার ও নদ-নদী দখল ও দূষণমুক্ত করতে সচেতনতামূলক উদ্যোগ হিসেবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


