ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু,রেলব্রিজের লাইনের নিচের মাটি সরে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (৮ মে) দিনগত রাত একটার দিকে ওই রুটে ট্রেন- চলাচল শুরু হয়।এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাতেমানগর- আউলিয়ানগর- রেলস্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকায় রেলব্রিজের লাইনের নিচের মাটি সরে যায়। এরপর থেকে ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

 

ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

পরে রাত একটার দিকে রেললাইন মেরামত কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সচল হয়।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আহম্মেদ বাড়ি এলাকার রেললাইনের একটি ব্রিজের

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংস্কার কাজ চল়ছিল। এর মধ্যে সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সংস্কার কাজ করা ব্রিজ পার হওয়ায় নিচের কিছু অংশের মাটি সরে যায়। ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীনা ট্রেন যাওয়ার সময় ব্রিজের নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি বুজতে পারেন চালক। পরে অগ্নিবীনা ট্রেন থেমে যায়।

 

ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

 

আরও পড়ুন:

২ thoughts on “ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু”

Leave a Comment