ময়মনসিংহ জেলার যোগাযোগ ব্যবস্থা

আমাদের আজকের আলোচনার বিষয় ময়মনসিংহ জেলার যোগাযোগ ব্যবস্থা. ময়মনসিংহ-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

Table of Contents

ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

ময়মনসিংহ-জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে sএটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ-জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ময়মনসিংহ-জেলা ৩৩ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা, ১৪৭টি ইউনিয়ন, ২১০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

ময়মনসিংহ জেলার যোগাযোগ ব্যবস্থা:-

ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থার মধ্যে রেলপথ ও সড়ক পথই প্রধান। জেলার অভ্যন্তরে যাতায়াতের  জন্য নৌপথেও সামান্য কিছু যোগাযোগ ব্যবস্থার আয়োজন আছে, তবে সে সব যোগাযোগ শুধুমাত্র  বর্ষাকালেই কার্যকর থাকে, বছরের অন্য সময়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণই সড়ক ও রেলপথ নির্ভর হয়ে  পড়ে।

নদীগুলোর নাব্যতা হ্রাসের কারণে বর্তমানে নৌপথের ব্যবহার হতাশাব্যঞ্জকভাবে কমে গেছে। তবে বর্ষায় এখনো ধান-পাট নৌপথে পরিবহন করা হয়ে থাকে। ময়মনসিংহের কাচারী খেয়া ঘাট, থানার ঘাট  থেকে নৌপথে বাইগনবাড়ি, বিদ্যাগঞ্জ, বালির বাজার, বালিপাড়ায় প্রভৃতি স্থানে যাতায়fত করা যায়।  রেলপথ ও সড়ক পথের বর্ণনা নিচে দেয়া হলোঃ

 

ময়মনসিংহ জেলার যোগাযোগ ব্যবস্থা

 

রেলপথ

ময়মনসিংহের সাথে বিভিন্ন রুটের রেল চলাচলের কার্যক্রম চালু আছে দীর্ঘদিন। দেশের যে সব স্থানে  রেলপথে যাতায়fত করা যায় সে গুলো হলোঃ

▫ ময়মনসিংহ থেকে গফরগাঁও-টঙ্গী হয়ে কমলাপুর-ঢাকা।
▫ ময়মনসিংহ থেকে গৌরীপুর-ভৈরব হয়ে চট্টগ্রাম।
▫ ময়মনসিংহ থেকে গৌরীপুর-ভৈরব-আখাউড়া হয়ে সিলেট যেতে ভৈরব অথবা আখাউড়াতে ট্রেন বদল  করতে হয়।
▫ ময়মনসিংহ থেকে গৌরীপুর-শ্যামগঞ্জ-নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ।

▫ ময়মনসিংহ থেকে গৌরীপুর-শ্যামগঞ্জ হয়ে জারিয়া ঝাঞ্জাইল।
▫ ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ হয়ে বাহাদুরাবাদ ঘাট।
▫ ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত।
রেলপথে রাজধানী ঢাকা থেকে প্রতিদিন সকাল থেকে রাত ১১:৪৫ টা পর্যন্ত মোট ৫টি মেইল ট্রেন  ময়মনসিংহ আসে। সাতটি ট্রেনের মধ্যে ৬টি আন্তঃনগর এক্সপ্রেস, অন্যগুলো লোকাল। এ ট্রেনগুলো  ঢাকা থেকে টঙ্গী-গফরগাঁও হয়ে ময়মনসিংহ আসে। ৬টির মধ্যে ২টি তারাকান্দি এবং ২টি নেত্রকোনা- মোহনগঞ্জ যায়। আর ২টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে চলে। এছাড়া  প্রতিদিন ঢাকা থেকে লোকাল ট্রেন ময়মনসিংহে আসে। ৫টি ট্রেন আপডাউন হিসাবে যাতায়াত করে।  নিচে ময়মনসিংহের রেলপথের সময়সূচী উপস্থাপন করা হলো:

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ওয়ার্কিং টাইম টেবিল নং-৪৫ (কার্যকরঃ ২০১৯ এর সময়সূচি অনুযায়ী)
ট্রেন নংপ্রারম্ভিক

ষ্টেশন

ছাড়ার

সময়

ময়মনসিংহ

পৌছে- ছাড়ে

গন্তব্য ষ্টেশনপৌছেবন্ধের

দিন

৫৫ আপঢাকা২৩.৩০৩.২০-৩.২৫বাহাদুরাবাদ৮.০০নাই
৫৬ ডাউনবাহাদুরাবাদ০০.২০৪.২৫-৪.৪০ঢাকা১১.২০নাই
৩৭ আপচট্টগ্রাম১৫.১০৩.৪৫-৪.০০জগন্নাথগঞ্জ৮.৩৫নাই
৩৮ ডাউনজগন্নাথগঞ্জ০২.০০৬.২৫-৬.৫০চট্টগ্রাম২১.০৫নাই
৪৩ আপঢাকা০২.০০৫.০০-৬.০০মোহনগঞ্জ১০.০০নাই
৪৪ ডাউনমোহনগঞ্জ১৭.১৫২২.১৫-২২.২৫ঢাকা০৩.৪৫নাই
৭০৭ আপঢাকা০৭.২০১০.১০-১০.১৫বাহাদুরাবাদ১৩.০৫সোমবার
৭০৮ ডাউনবাহাদুরাবাদ১৪.১০১৭.০০-১৭.০৫ঢাকা২০.০০সোমবার
২৫১ আপময়মনসিংহ৬.৩০৬.৩০বাহাদুরাবাদ১০.১৫নাই
২৫২ ডাউনবাহাদুরাবাদ১৬.১০ময়মনসিংহ২০.৫৫নাই
৪৯ আপঢাকা১০.৩০১৪.২০
৫০ ডাউনময়মনসিংহ১৪.৫০ঢাকা১৯.০০নাই
২৫৩ আপময়মনসিংহ১৭.১৫জগন্নাথগঞ্জ২২.০০নাই
২৫৪ ডাউনজগন্নাথগঞ্জ০৯.৩০ময়মনসিংহ১৫.১০নাই
৫১ আপঢাকা১৫.৫০১৯.১৫-১৯.২০দেওয়ানগঞ্জ২২.০০নাই
৫২ ডাউনদেওয়ানগঞ্জ৪.৩০৭.০৫-৭-১০ঢাকা১০.২৫নাই
৭৪৫ আপঢাকা১৬.৪০২০.১০-২০.২০তারাকান্দি২৩.০০নাই
৭৪৬ ডাউনতারাকান্দি০২.৩০০৪.৫৮-০৫.০৩ঢাকা৮.১০নাই
৭৪৩ আপঢাকা১৮.০০২১.০৭-২১-১৭বাহাদুরাবাদ০০.১০নাই
৭৪৪ ডাউনবাহাদুরাবাদ০২.২০০৫.২০-০৫.২৫ঢাকা৮.৩০নাই
২১১ আপময়মনসিংহ১৫.০০দেওয়ানগঞ্জ১৫.০০নাই
২১২ ডাউনদেওয়ানগঞ্জ০৭.১৫ময়মনসিংহ১১.৩০নাই
৭৩৫ আপঢাকা০৯.৩০১২.২৫-১২.৩০তারাকান্দি১৫.০৫নাই
৭৩৬ ডাউনতারাকান্দি১৬.৫০১৮.২৭-১৮.৩২ঢাকা২১.৫৫নাই
৩৯ আপভৈরব১৬.৩০ময়মনসিংহ২১.১৫নাই
৪০ ডাউনময়মনসিংহ০৬.৩৫ঢাকা১৬.১০নাই
২৪১ আপভৈরব০৫.২৫ময়মনসিংহ১০.০০নাই
২৪২ ডাউনময়মনসিংহ১০.১০ভৈরব১৫.০০নাই
২৪৩ আপভৈরব১৫.২৫ময়মনসিংহ২০.৩০নাই
২৪৪ ডাউনময়মনসিংহ১৬.৩০ভৈরব২২.২০নাই
২৬১ আপমোহনগঞ্জ৯.২০ময়মনসিংহ১৩.৪৫নাই
২৬২ ডাউনময়মনসিংহ০৫.০০মোহনগঞ্জ০৯.০০নাই
২৭১ আপজারিয়া০৯.০৫ময়মনসিংহ১২.০০নাই
২৭২ ডাউনময়মনসিংহ০৬.০০জারিয়া০৮.৪৫নাই
২৬৩ আপমোহনগঞ্জ২১.৪০ময়মনসিংহ০২.০৫নাই
২৭৪ ডাউনময়মনসিংহ১২.২০জারিয়া১৫.১০নাই
২৭৩ আপজারিয়া১৫.৩০ময়মনসিংহ১৮.২৫নাই
২৬৪ ডাউনময়মনসিংহ১৭.০০মোহনগঞ্জ২১.২০নাই
৪৭ আপঢাকা০৫.৪০৯.১৫-৯.২০দেওয়ানগঞ্জ১২.০০নাই
৪৮ ডাউনদেওয়ানগঞ্জ১৩.০০১৫.৪৫-১৫.৫০ঢাকা১৯.২০নাই
২৭৬ ডাউনময়মনসিংহ১৮.৫০জারিয়া২১.৫৫নাই
২৭৫ আপজারিয়া২২.১৫ময়মনসিংহ০১.৩০নাই

 

*** ট্রেনের সময়সূচি**

*** ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনের সময়সূচি (আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী):

০১. যমুনা এক্সপ্রেস, ০৪:৩৫ টায়।

০২. ভাওয়াল এক্সপ্রেস, ০৫:৩০ টায়।

০৩. জামালপুর কম্পিউটার, ০৭:৩৩ টায়।

০৪. ব্রহ্মপুত্র এক্সপ্রেস (আন্তঃনগর), ০৯:১০ টায়।

০৫. ডেমু কম্পিউটার (জয়দেবপুর পর্যন্ত), ০৯:২৫ টায়।

০৬. হাওর এক্সপ্রেস (আন্তনগর), ১১:০০ টায়।

০৭. বলাকা কম্পিউটার, ১৩:৪৫ টায়

০৮. দেওয়ানগঞ্জ কম্পিউটার, ১৫:৩৩ টায়।

০৯. তিস্তা এক্সপ্রেস (আন্তনগর), ১৭:১০ টায়।

১০. মহুয়া কম্পিউটার, ১৭:২২ টায় এবং অগ্নিবীণা এক্সপ্রেস (আন্তনগর), ১৯:১৫ টায়।

১১. মোহনগঞ্জ এক্সপ্রেস(আন্তনগর), ০৩:০২ টায়।

 

ময়মনসিংহ জেলার যোগাযোগ ব্যবস্থা

 

*** কমলাপুর থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচি(আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী):

০১. বলাকা কমিউটার, ০৪:৪০ টায়।

০২. দেওয়ানগঞ্জ কমিউটার, ০৫:৩৫ টায়।

০৩. তিস্তা এক্সপ্রেস, ০৭:২০ টায়।

০৪. মহুয়া কমিউটার, ০৮:১৫ টায়।

০৫. অগ্নিবীণা এক্সপ্রেস, ০৯:৪৫ টায়।

০৬. মোহনগঞ্জ এক্সপ্রেস, ১৪:১৫ টায়।

০৭. জামালপুর কমিউটার, ১৫:৩০ টায়।

০৮. যমুনা কম্পিউটার, ১৬:৪০ টায়।

০৯. ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ১৮:০০ টায়।

১০. ভাওয়াল এক্সপ্রেস, ২১:২০ টায়।

১১. হাওড় এক্সপ্রেস, ২৩:৪৫ টায়।

*** ময়মনসিংহ থেকে নেত্রকোনা (আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী):

০১. ৭৭৭ হাওড় এক্সপ্রেস, ০৩:২০ টায়।

০২. ২৬২ লোকাল ট্রেন, ০৬:০০ টায়।

০৩. মহুয়া কমিউটার, ০০:৩২ টায়।

০৪. ২৬৪ লোকাল ট্রেন, ১৪:৩০ টায়।

০৫. ৭৮৯ মোহনগঞ্জ এক্সপ্র্রেস, ১৭:২৫ টায়।

*** নেত্রকোনা থেকে ময়মনসিংহ (আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী):

০১. হাওড় এক্সপ্রেস, ০৯:২৩ টায়।

০২. মহুয়া কমিউটার, ১৬:০৭ টায়।

০৩. মোহনগঞ্জ এক্সপ্রেস, ০:৩৫ টায়।

*** কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ (আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী):

০১. মেইল, ০১:১০ টায়।

০২. লোকাল, ০৮:৩৫ টায়।

০৩. বিজয়, ১৩:২৩ টায়।

০৪. লোকাল, ১৬:৩০ টায়।

০৫. ঈশা খা, ১৮:০২ টায়।

*** ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ (আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী):

০১. ৩৮ ডাউন, ০৬:৪৫ টায়।

০২. ২৪২ ডাউন, ০৮:০০ টায়।

০৩. ঈশা খা এক্সপ্রেস, ১২:০০ টায়।

০৪. ২৪৪ ডাউন, ১৭:৫০ টায়।

০৫. বিজয় এক্মপ্রেস(আন্তনগর), ২০:০০ টায়।

*** ময়মনসিংহ থেকে চট্টগ্রাম (আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী): মঙ্গলবার ব্যতীত

০১. বিজয় এক্মপ্রেস, ২০:০০ টায়।

*** চট্টগ্রাম থেকে ময়মনসিংহ (আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী): বুধবার ব্যতীত

০১. বিজয় এক্মপ্রেস, ১৯:২০ টায়।

*** ময়মনসিংহে ৬টি আন্তনগর এক্সপ্রেস ট্রেন রয়েছে। ৬টি আন্তনগর ট্রেনের মধ্যে ২টি ট্রেন চলে ঢাকা থেকে গফরগাঁও ও ময়মনসিংহ হয়ে জামালপুরের তারাকান্দি পর্যন্ত। যেমন- যমুনা ও অন্গিবীণা এক্সপ্রেস।
*** ঢাকা থেকে গফরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ এর উদ্দেশ্যে ২টি আন্তঃনগর ট্রেন। যেমন- হাওড় ও মোহনগঞ্জ এক্সপ্রেস।
*** ঢাকা থেকে গফরগাঁও, ময়মনসিংহ হয়ে জামারপুর, দেওয়ানগঞ্জ পর্যন্ত চলে ২টি আন্তঃনগর ট্রেন। যেমন- তিস্তা ব্রহ্মপুত্র।
*** মেইল ট্রেন: ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে মেইল ট্রেন হলো ৫টি।
*** ডেমু ট্রেন: ডেমু কমিউটার ট্রেন চলে জয়দেবপুর থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে জয়দেবপুর।
*** বিজয় এক্সপ্রেস: ময়মনসিংহ থেকে চট্টগ্রাম রুটে এই ট্রেনটি চলে।

সড়ক পথ

ময়মনসিংহ সড়ক বিভাগের আওতাধীন মোট সড়ক পথের দৈর্ঘ্য ৫৪৪ কিলোমিটার। সড়ক পথে ময়মনসিংহ সদর থেকে দেশের সকল জেলায় যাতায়তের সুব্যবস্থা আছে। ময়মনসিংহ শহর থেকে রাজধানী ঢাকার দুরত্ব ১২১ কিলোমিটার। ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহে আসতে মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহন সংস্থার মেইল ও লোকাল গাড়িতে ২ ঘন্টা ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা ৩০ মিনিটে ময়মনসিংহে পৌঁছা যায়।

মহাখালী ছাড়াও কমলাপুর, বিআরটিসি টার্মিনাল থেকে ঢাকা-নেত্রকোনা রুটের গাড়িতেও ময়মনসিংহে আসা যেতে পারে। ময়মনসিংহ থেকে ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-খুলনা-পঞ্চঘর-বগুড়া-রংপুর-সিলেট-জামালপুর-শেরপুর-নেত্রকোনা-কিশোরগঞ্জ-হালুয়াঘাট-গফরগাঁও-ধোবাউড়াসহ বিভিন্ন অঞ্চলে সড়ক পথে যাবার ব্যবস্থা আছে। ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন রুটের সময়সূচী ও চলাচল উপস্থাপন করা হলোঃ

ময়মনসিংহ জেলা হতে বিভিন্ন রুটে যানবাহন চলাচলের তথ্যাদি

পরিবহন/ সার্ভিসের নামরুটের নামযাত্রার

স্থান

চলাচলের সময়ভাড়া

(টাকা)

মন্তব্য
শুরুশেষ
নিরাপদ ট্রাভেলস্ঢাকামাসকান্দাসকাল ৬টারাত ৮টা১১০.০০২০

মিনিটপরপর

সৌখিন সার্ভিসঢাকামাসকান্দাসকাল ৬টারাত ৮টা১১০.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসঢাকামাসকান্দাসকাল ৬টারাত ৮টা১০০.০০২০ মিনিটপরপর
ঈশাখা গেইটলক সার্ভিসকিশোরগঞ্জপাটগুদামসকাল ৮টাসন্ধা ৬টা৬৬.০০৩০ মিনিটপরপর
লোকাল সার্ভিসকিশোরগঞ্জপাটগুদামসকাল ৬টারাত ৮টা৬৬.০০২০ মিনিটপরপর
কংস গেইটলক সার্ভিসহালুয়াঘাটপাটগুদামসকাল ৮টাসন্ধা ৬টা৫২.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসহালুয়াঘাটপাটগুদামসকাল ৭টারাত ৮টা৬৬.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসজারিয়া বিরিশিরিপাটগুদামসকাল ৭টারাত ৭টা৫৭.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসহুগলাপাটগুদামসকাল ৭টারাত ৭টা৪৬.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসধোবাউড়াপাটগুদামসকাল ৮টারাত ৭টা৪৭.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসভৈরবপাটগুদামসকাল ৮টাসন্ধা ৫টা১১৭.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসত্রিশালমাসকান্দাসকাল ৭টারাত ১০টা২০.৬৪২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসফুলবাড়ীয়াময়লাকান্দাসকাল ৭টারাত ১০টা২০.৬৪২০ মিনিটপরপর
মহুয়া গেইটলক/ লোকালনেত্রকোনাপাটগুদামসকাল ৭.৩০টারাত ৯টা৩৭.০০২০ মিনিটপরপর
প্রান্তিক সার্ভিসটাঙ্গাইলস্টেডিয়ামসকাল ৬.৩০টারাত ৯টা৯০.০০২০ মিনিটপরপর
প্যাসিফিকবেনাপোলকাচারীঘাটরাত ৯.৩০টা——৪৫০.০০২০ মিনিটপরপর
লোকাল সার্ভিসবগুড়াস্টেডিয়ামসকাল ৭টাবিকাল১৮০.০০২০ মিনিটপরপর

 

আরও পড়ূনঃ

Leave a Comment